প্রকাশিত : ৩০ জুন, ২০২০ ১৯:৫৯
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু
বিশেষ প্রতিনিধি হিলি:
![ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু](./assets/news_images/2020/06/30/CB20063009.jpg)
দেশি বাজার ঠিক রাখতে ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের আমদানি শুরু হয়েছে। ক’দিনের টানা বৃষ্টির কারনে দেশি কাঁচা মরিচের মুল্য বৃদ্ধি পায়। তাই মরিচের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে মরিচ আমদানি শুরু করেছে বলে জানিয়েছেন আমদানি কারকরা। সোমবার দুপুরে ৪০০ ডলারে কাঁচা মরিচ আমদানি হয়েছে। যার প্রতি কেজি শুল্ক দিতে হয়েছে ২১ টাকা। আমদানি কারকরা বলেছেন, দেশের বাজারে কাঁচা মরিচের মুল্য হঠাৎ বৃদ্ধির পেয়েছে। তাই মরিচের দাম ঠিক রাখতে ভারত থেকে আমরা মরিচ আমদানি শুরু করেছি। এসব কাঁচা মরিচ আমরা ভারতের বিহার রাজ্য থেকে আমদানি করছি। এদিকে কাস্টমস সুত্রে জানা যায়, গত সোমবার ৩ হাজার কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে। আর আমদানিকৃত কাঁচা মরিচ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৬৩ হাজার টাকা।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন