প্রকাশিত : ৩০ জুন, ২০২০ ২০:০৪
জয়পুরহাটে ১৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
জয়পুরহাট ব্যুরো
![জয়পুরহাটে ১৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক](./assets/news_images/2020/06/30/CB20063011.jpg)
জয়পুরহাটে ১৭ কেজি গাঁজাসহ ইলিয়াছ হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে পাঁচবিবি উপজেলার চেচঁড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইলিয়াছ উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস হাসান টিটো জানান, মঙ্গলবার সকালে চেচঁড়া সীমান্তের ২৮৩/০৯ সাব পিলার এলাকা দিয়ে কয়েকজন চোরাকারবারি ভারত থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করছিল। এসময় বিজিবি টহলদলের সদস্যরা তাদেরকে ধাওয়া দিলে অন্যান্যরা পালিয়ে গেলেও ১৭ কেজি গাঁজাসহ ইলিয়াছকে আটক করে বিজিবি। পরে মাদক আইনের মামলায় তাকে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন