প্রকাশিত : ৩০ জুন, ২০২০ ২২:২৭

২১ কোটি টাকার বাজটে ঘোষণা জলঢাকা পৌরসভা’র

আল-ইকরাম বপ্লিব, জলঢাকা নীলফামারী প্রতনিধিঃ
২১ কোটি টাকার বাজটে ঘোষণা জলঢাকা পৌরসভা’র

নীলফামারীর জলঢাকা পৌরসভার প্রায় ২১ কোটি টাকার বাজটে ঘোষণা করছেে ১৫ লক্ষ ৩৩ হাজার ৪৩৩ টাকা উদ্বৃত্ত রখেে । মঙ্গলবার দুপুরে পৌরসভা র্কাযালয়ে এ বাজটে পশে করনে পৌর মযে়র ফাহমদি ফয়সাল চৌধুরী কমটে। ২০২০-২১ইং র্অথবছররে জন্য পৌরসভাটতিে বাজটে ধরা হয়ছেে ২০ কোটি ৮৩ লক্ষ ৮৩ হাজার ৪৩৩ টাকা। এর মধ্যে রাজস্ব আয় রাখা হয়ছেে ২ কোটি ৯৩ লক্ষ ৮৩ হাজার ৪৩৩ টাকা। পৌরসভাটি থকেে মোট উন্নয়ন আয় ধরা হয়ছেে ১৭ কোটি ৯০ লক্ষ টাকা। জলবায়ু পরর্বিতন ট্রাস্ট ফান্ডসহ গুরুত্বর্পূণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প রাখা হয়ছেে এ বাজটে।এছাড়াও বাজটেে বশ্বৈকি মহামারী করোনা ভাইরাস ও ডঙ্গেুমশা সংক্রমণ রোধকল্পে বরাদ্দ সহ পৌর সুপারর্মাকটে নর্মিাণরে মত মগো প্রকল্পও রাখা হয়ছেে এ বাজটেে  । এসময় উপস্থতি ছলিনে পৌর সচবি আশরাফুজ্জামান, প্রকৌশলী জোবাইদুল হক, হসিাব রক্ষক আওলাদ হোসনে, কাউন্সলির বশ্বিজৎি রায়, রহমত আলী, রুহুল আমনি, জযি়াউর রহমান জযি়া, মহসনি আলী, ফজলুর রহমান, সংরক্ষতি আসনরে নারী সদস্যসহ, স্থানীয় গন্যমান্য ব্যক্ত,সুশীল সমাজ ও সাংবাদকিবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে