প্রকাশিত : ২ জুলাই, ২০২০ ১৩:৩৮
বগুড়ায় আরও ৭৩ জন করোনায় আক্রান্ত
অনলাইন ডেস্ক
![বগুড়ায় আরও ৭৩ জন করোনায় আক্রান্ত](./assets/news_images/2020/07/02/CB-Braking.jpg)
বগুড়ার আপডেট- ০১-০৭-২০২০ এ ৪৬৩নমুনার ফলাফলে ৭৩জন শনাক্ত।
★ বগুড়ায় নতুন করে ৭৩ জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ- ৪৫জন, নারী- ২৫জন, শিশু-৩জন।
★ উপজেলাভিত্তিক- সদর ৩৯, দুপচাঁচিয়া ১৪, সারিয়াকান্দি ৫, শিবগঞ্জ ৩, কাহালু ৩, ধুনট ৩, শেরপুর ২, শাজাহানপুর একজন, গাবতলী একজন, আদমদীঘি একজন এবং সোনতলায় একজন।
★ এদের মধ্যে শজিমেকের ১৭৩পরীক্ষার ফলাফলে ১৭জন পজিটিভ, টিএমএসএস এর ১২৬ পরীক্ষার ফলাফলে ৩৪জন পজিটিভ এবং ঢাকার ১৬৪ নমুনার ফলাফলে ২২জন পজিটিভ।
★ এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৩০৫২
মোট সুস্থ- ৮০২ (নতুন১৩৩ )
মোট মৃত্যু- ৫৩ (নতুন ১)
এখন আছে- ২১৯৭
সূত্র- ডা. মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন, বগুড়া।