প্রকাশিত : ২ জুলাই, ২০২০ ১৯:৩০

বগুড়ায় করোনা আক্রান্ত ৩ হাজার ছাড়লো

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনা আক্রান্ত 
৩ হাজার ছাড়লো

বগুড়ায় করোনা আক্রান্তদের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেল। বৃহস্পতিবার নতুন করে ৭৩ জন করোনা সনাক্তের মধ্যে দিয়ে জেলায় মোট করোনা রোগি এখন ৩ হাজার ৫২ জন। নতুন করে সুস্থ হয়েছেন ১৩৩ জন। বৃহস্পতিবার সকালে অনলাইন বিফ্রিংয়ে বগুড়ার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫২ জন। এর মধ্যে মারা গেছেন ৫৩ জন এবং সুস্থ্য হয়েছেন ৮০২ জন। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৩ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৪৫ জন, নারী ২৫ জন ও শিশু-৩ জন রয়েছে। এছাড়া জেলার সদরে ৩৯, দুপচাঁচিয়া ১৪, সারিয়াকান্দি ৫, শিবগঞ্জ ৩, কাহালু ৩, ধুনট ৩, শেরপুর ২, শাজাহানপুর ১জন, গাবতলী ১‘জন, আদমদীঘি ১জন এবং সোনতলায় ১জন আক্রান্ত হয়েছে। শজিমেকের ১৭৩পরীক্ষার ফলাফলে ১৭জন পজিটিভ, টিএমএসএস এর ১২৬ পরীক্ষার ফলাফলে ৩৪জন পজিটিভ এবং ঢাকার ১৬৪ নমুনার ফলাফলে ২২জন পজিটিভ হয়। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে