বগুড়ায় করোনায় আক্রান্ত ১৪৭জন
![বগুড়ায় করোনায়
আক্রান্ত ১৪৭জন](./assets/news_images/2020/07/03/CB20070312.jpg)
বগুড়ায় করোনা আক্রান্তদের সংখ্যা আবারো বাড়তে শুরু করেছে। গত কয়েকদিন ৫০ থেকে ৮০ জনের মধ্যে আক্রান্ত্রের সংখ্যা থাকলেও শুক্রবার আক্রান্ত হয়েছে ১৪৭ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়ালো ৩ হাজার ১৯৯ জনে।শুক্রবার সকালে অনলাইন বিফ্রিংয়ে বগুড়ার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন, জেলায় ২ জুলাই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৯জন। এর মধ্যে মারা গেছেন ৫৪ জন এবং সুস্থ্য হয়েছেন ৮৪৫ জন।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪৭ জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৮৮ নমুনা পরীক্ষা করে ৯ জনের পজিটিভি, টিএমএসএস বগুড়ার ৭৬টি নমুনার মধ্যে পজিটিভি হয় ৩৩টি, আর ঢাকায় পরীক্ষা করা ৫৫৪টির মধ্যে ১০৫ জনের পজিটিভ পাওয়া যায়। এরমদ্যে পুরুষ ৮৫ জন, নারী ৫৬ জন ও শিশু ৬ জন। আর সদরে আক্রান্ত হয়েছে ১২৮ জন। এছাড়া শিবগঞ্জে ৪, শেরপুর৩, শাজাহানপুরে ২, গাবতলী ৯ ও আদমদিঘিতে ১ জন করে আক্রান্ত হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন