প্রকাশিত : ৪ জুলাই, ২০২০ ২০:৫০
পটকলে উৎপাদন বন্ধের প্রতিবাদে বগুড়ায় বাসদের সমাবেশ
ষ্টাফ রিপোর্টার
![পটকলে উৎপাদন বন্ধের প্রতিবাদে
বগুড়ায় বাসদের সমাবেশ](./assets/news_images/2020/07/04/CB20070408.jpg)
রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণার প্রতিবাদে এবং বন্ধ বা পিপিপি নয়, আধুনিকায়ন করে পাটকল চালু রাখার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বগুড়া জেলা শাখা মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।শনিবার সকাল ১২টায় শহরের সাতমাথায় বাসদ বগুড়া জেলার আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ হয়।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলার সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সদস্য শহিদুল ইসলাম, দিলরুবা নূরী এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বগুড়া জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন।সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, পাটকল শ্রমিকদের দাবি উপেক্ষা করে, রাষ্ট্রীয় পাটকলসমূহ বন্ধ না করে বরং লাভজনক করে চালু রাখার দাবী জানান।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন