প্রকাশিত : ৫ জুলাই, ২০২০ ১২:১৩
করোনা ও বগুড়া পরিস্থিতি আজকের আপডেট
অনলাইন ডেস্ক
![করোনা ও বগুড়া পরিস্থিতি আজকের আপডেট](./assets/news_images/2020/07/05/CB-Braking.jpg)
বগুড়ার আপডেট- ০৪-০৭-২০২০ এ ৩৭৩ নমুনার ফলাফলে ৬১জন শনাক্ত
★ বগুড়ায় নতুন করে ৬১ জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ- ৪১জন, নারী- ১৮জন, শিশু-২জন।
★ উপজেলাভিত্তিক- সদর ৪৭, শাজাহানপুর ৬, শেরপুর ৫, সোনাতলা ২ এবং কাহালু একজন।
★ এদের মধ্যে শজিমেকের ১৮৮পরীক্ষার ফলাফলে ২৪জন পজিটিভ, টিএমএসএস এর ১৮৫পরীক্ষার ফলাফলে ৩৭জন পজিটিভ।
★ নমুনা সংগ্রহ-৩৫৯
★ মোট নমুনা-১৯৯৬১
★ মোট ফলাফল-১৭৭১৩
★ এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৩৩০৭
মোট সুস্থ- ৯৩৭ (নতুন ৭৭ )
মোট মৃত্যু- ৬১ (নতুন ১ )
এখন আছে- ২৩০৯
সূত্র- ডা. মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন, বগুড়া।