করোনায় বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউ তে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেলেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম আযাদ (৫৮)। রবিবার সকাল সোয়া ১১ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বগুড়ায় দায়িত্ব পালন অবস্থায় উপপরিচালক আবুল কাশেম আযাদের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে টিএমএসএস মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় গত ২৪ জুন তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
পরবর্তীতে তার নিজ আবাসস্থল ময়মনসিংহে গিয়ে তিনি সেখানে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই অবস্থার অবনতি হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। আবুল কাশেম আযাদ বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশনের ৮ম ব্যাচের কর্মকর্তা ছিলেন। এদিকে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার জেলা প্রশিক্ষণ অফিসার শামছুল ওয়াদুদ স্বাক্ষরিত এক শোকবার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তার কর্মস্থল বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকলে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন