প্রকাশিত : ৬ জুলাই, ২০২০ ২০:৪৩

বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ৩ মাস পর বহির্বিভাগ চালু

ষ্টাফ রিপোর্টার
বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে 
৩ মাস পর বহির্বিভাগ চালু

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে বহির্বিভাগে পূনরায় রোগী দেখা শুরু হয়েছে। ৩ মাস পর চালু হলো বহি:বিভাগ। মেডিসিন, গাইনি ও সার্জারি বিভাগের বহির্বিভাগে রোগী দেখা শুরু হয়েছে রবিবার থেকে। পর্যায়ক্রমে শিশু, নাক কান গলা, চক্ষুসহ সব বিভাগ চালু হবে বলে জানা গেছে। বহি:বিভাগ চালু হওয়ায় রোগীরা সেবা নিতে আসছে। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: শফিক আমিন কাজল জানান, মার্চ মাসের শেষের দিকে করোনা আইসোলেশন ইউনিট চালু করা হয়। এর পর থেকে হাসপাতালের বহির্বিভাগ বন্ধ হয়। বগুড়া সহ আশেপাশের জেলার করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হয়। একারনেই বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।

হাসপাতালের তত্বাবধায়ক ডা: এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার করোনা ইউনিট চালু হয়েছে সম্প্রতি। এরই মধ্যে বগুড়ায় করোনা সংক্রমণ কমছে, এতে মোহাম্মদ আলী হাসপাতালে করোনা রোগী আগের চেয়ে কমছে। এজন্য হাসপাতালে বহির্বিভাগ চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে করোনা বিশেষায়িত হাসপাতাল হওয়ায় অন্য রোগী ভর্তি বা করোনা ছাড়া অন্য কোন ইনডোর সার্ভিস প্রদান করা হবে না। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে