বগুড়া-১ আসনের উপ-নির্বাচন প্রতিশ্রুতি দিয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা
![বগুড়া-১ আসনের উপ-নির্বাচন
প্রতিশ্রুতি দিয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা](./assets/news_images/2020/07/08/CB20070809.jpg)
বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে উপ-নির্বাচন ঘিরে আনন্দ বইতে শুরু করেছে। প্রার্থীদের যেমন বেড়েছে ব্যস্ততা ঠিক তেমনি আবার নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। সকলেই বলছেন নির্বাচিত হলে এই এলাকার সকল পর্যায়ে উন্নয়ন করা হবে। আর ভোটাররাও উন্নয়নের স্বার্থে ভোট দিতে প্রস্তুতি নিতে শুরু করেছে। বগুড়া-১ আসনের উপ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের পদচারণায় মুখোরিত হয়ে উঠেছে সোনাতলা-সারিয়াকান্দির প্রতিটি জনপদ। সেই সাথে প্রার্থীরা ভোটারদের দিচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতি। ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে নিজেদের জয় নিশ্চিত করার চেষ্টা করছে প্রার্থীরা।
বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পরদিনই নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে। নির্বাচন কমিশন ওই দিন বিকেলে কমিশনের বৈঠকের পর বিএনপির সেই নির্বাচন পেছানোর দাবি নাকচ করে দেয়। এতে করে বগুড়া-১ আসনের ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনিত প্রার্থীর পাশাপাশি অন্য সকল প্রার্থী নির্বাচনের বিজয়ী হতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট ও পোস্টার বিতরণ কালে ভোটারদের দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। এলাকার উন্নয়নে ব্যতিক্রমধর্মী প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন কারার চেষ্টা করা হচ্ছে। ওই নির্বাচনী আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও বিএনপি সরে দাঁড়ানোর ফলে বর্তমানে ৫ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী প্রচার প্রচারণায় দিনরাত মড়িয়া হয়ে উঠেছে।
এমনকি খাওয়া দাওয়া ও চোখের ঘুম হারাম করেছে। কোন কৌশলে ভোটারদের মন জয় করে বিজয়ের মালা গলায় পড়তে পারবে এই চিন্তায় বিভোর প্রার্থীরা। এই আসনে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৯২ জন ভোটার রয়েছে। বগুড়া-১ আসনের উপ নির্বাচনে প্রার্থী হয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মোঃ ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ ট্রাক প্রতীক, জাতীয়পার্টি মনোনিত প্রার্থী অধ্যক্ষ মোকছেদুল আলম লাঙ্গল প্রতীক, বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনিত প্রার্থী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম বটগাছ প্রতীক ও (প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি) প্রার্থী মোঃ রনি বাঘ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বিএনপির প্রার্থী আহসানুল হক তৈয়ব জাকির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী (নৌকা) জানান, প্রায়াত এমপি আব্দুল মান্নান তিনি যে উন্নয়ন করে গেছেন মনেকরি তা সারিয়াকান্দি সোনাতলা এলাকার মানুষ আজীবন মনে রাখবেন। তিনি নির্বাচিত হলে প্রয়াত এমপি আব্দুল মান্নানের স্বপ্ন সারিয়াকান্দি ও সোনাতলা দুই উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলা। সকল প্রকার উন্নয়ন দ্রুত বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য, ১৮ জানুয়ারী সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এরপর করোনার কারণে মার্চ মাসে উপ নির্বাচন স্থগিত হওয়ার পর আবারো ১৪ জুলাই ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন