প্রকাশিত : ৮ জুলাই, ২০২০ ২২:১১

কাহালুতে করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার দিলেন সাবেক এমপি জিয়াউল

খবর বিজ্ঞপ্তির
কাহালুতে করোনা রোগীদের জন্য অক্সিজেন 
সিলিন্ডার দিলেন সাবেক এমপি জিয়াউল

বগুড়া কাহালুতে বুধবার দুপুরে বিএনপির সাবেক এমপি ডা: জিয়াউল হক মোল্লা পরিবারের একটি সেচ্ছাসেবী সংগঠন 'বাঁচার লড়াই'এর পক্ষ থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য ৩টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। সাবেক এই এমপির পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডারগুলো তুলে দেওয়া হয় কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ যাকারিয়া রানা এবং আরএমও ডা: জাকিয়া তাসনীম কে। এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌর মেয়র কামরুল হাসান জুয়েল, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.কে আজাদ, কাহালু উপজেলা বিএনপি নেতা সাবেক দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রন্জু, আ:হান্নান, তাজনুর, আজিজার, আলম, মেহেদী, গোলাম কিবরিয়াসহ স্থানীয় সাংবাদিক এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে