শিবগঞ্জে বিট পুলিশিং সংক্রান্তে মত বিনিময় সভা
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে পৌর মিলনায়তনে বিট পুলিশিং সংক্রান্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ (সার্কেল) কুদরত-ই-খোদা-শুভ। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক দুদু, পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) হরিদাস মন্ডল, পৌর কাউন্সিলর হারুনুর রশিদ, খ.ম শামীম, সাইফুল ইসলাম।
অপর দিকে গতকাল থানা পুলিশ এর আয়োজনে রায়নগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি’র সভাপতিত্বে বিট পুলিশিং সংক্রান্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ (সার্কেল) কুদরত-ই-খোদা-শুভ, থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রমুখ। পৃথক দুটি মত বিনিময় সভায় বক্তারা মাদক নির্মূল, বাল্য বিবাহ, জঙ্গীবাদ সহ এলাকার আইন শৃঙ্খলা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন