বগুড়া-১ আসনের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে ভোট গ্রহণে নেয়া হয়েছে ব্যপক নিরাপত্তা
![বগুড়া-১ আসনের উপ-নির্বাচন
সুষ্ঠুভাবে ভোট গ্রহণে নেয়া
হয়েছে ব্যপক নিরাপত্তা](./assets/news_images/2020/07/09/CB-Braking2.jpg)
বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে উপ-নির্বাচনের বাকি আর মাত্র ৫ দিন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে নেয়া হয়েছে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা। বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে উপ-নির্বাচন ১৪ জুলাই। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ১২৪ টি কেন্দ্রে ওই নির্বাচনী আসনের প্রায় ৩ লাখ ৩০ হাজার ৮৯২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে।
আসন্ন উপ-নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য প্রার্থীরা নড়ে চড়ে বসেছে। এমনকি নির্বাচনে বিজয়ী হতে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছে। ভোটের দিনক্ষন যতই ঘনিয়ে আসছে ওই নির্বাচনী আসনের ভোটাররা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা দৃষ্টি রাখছে। বৃহস্পতিবার সরজমিনে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গিয়ে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তারা উন্নয়ন উৎপাদনের সাথে রয়েছে। প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নান সারিয়াকান্দির পুত্র। তারই সহধর্মীনি সাহাদারা মান্নান ওই এলাকার পুত্রবধু। অপরদিকে সোনাতলার সন্তান।
তাই ভোটাররা এবার বসন্তের কোকিলদের এলাকায় ভিড়তে দেবেনা। উন্নয়ন উৎপাদনের ধারা অব্যাহত রাখার ইঙ্গিত তারা দিয়েছেন। ওই নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মোঃ ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ ট্রাক প্রতীক, জাতীয়পাটি মনোনিত প্রার্থী অধ্যক্ষ মোকছেদুল আলম লাঙ্গল প্রতীক, বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনিত প্রার্থী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম বটগাছ প্রতীক ও (প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি) প্রার্থী মোঃ রনি বাঘ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। নির্বাচনে বিজয়ী হতে সোনাতলা সারিয়াকান্দির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গণসংযোগ, উঠান বৈঠক করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।বগুড়া জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ জানান, ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষের দিকে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সকল প্রকার নিরাপত্তামুলক ব্যবস্থা নেয়া হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন