শাজাহানপুর বি-ব্লক ব্যাংক ভবনে অগুন, পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান ছান্নু
![শাজাহানপুর বি-ব্লক ব্যাংক ভবনে অগুন, পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান ছান্নু](./assets/news_images/2020/07/09/CB20070909.jpg)
বগুড়া শাজাহানপুর উপজেলার বি-ব্লক ক্যান্টনমেন্টে মার্কেট এলাকায় ব্যাংক ভবনে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু । বৃহস্পতিবার সন্ধ্যা ৭.১০ দিকে উপজেলা বি-ব্লক ক্যান্টনমেন্টে মার্কেট ব্যাংক ভবন এলাকায় দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড অফিসে আগুনের সূত্রপাত ঘটে। একই ভবনে অবস্থিত সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক ক্যান্টনমেন্টে শাখা দিকে আগুন বিস্তার পূর্বেই ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় ১ ঘন্টা মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পরিদর্শনে যান শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহবার হোসেন ছান্নু, এসময় উপস্থিত ছিলেন বগুড়া ক্যান্টনমেন্ট সেনা নিবাসের সিও, বগুড়া ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বজলুল রশিদ, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড ম্যানেজার আবুল হাসানাত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মামুন রশিদ মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা আলমগীর , সাংগাঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, অর্থ বিষয়ক সম্পাদক এস এম বাকি বিল্লাহ প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন