প্রকাশিত : ১২ জুলাই, ২০২০ ১৭:২৬

গাইবান্ধার সাঘাটায় সার্বিক বন্যা পরিস্থিতির আবারো অবনতি, ভয়াবহ বন্যার আশংকা

ভ্রাম্যমান প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটায় সার্বিক বন্যা পরিস্থিতির
আবারো অবনতি, ভয়াবহ বন্যার আশংকা

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে গাইবান্ধার সাঘাটায় সার্বিক বন্যা পরিস্থিতির আবারো অবনতি হয়েছে। ফলে দ্বিতীয় দফায় বন্যার আশংকায় আতংকিত হয়ে পড়েছেন নদীতীরবর্তী এবং চরাঞ্চলের বাসিন্দারা। ইতোমধ্যে সাঘাটা উপজেলায় ২৬৫ চরের প্রায় ৫০ হাজার পানিবন্দি মানুষ চরম মানবেতর জীবন যাপন করছেন। এ ছাড়াও উচুবাঁধ, রাস্তার ধারে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া বানভাসী মানুষ ফিরতে পারছে না তাদের নিজ বসত বাড়িতে। সীমাহীন দুর্ভোগে পড়েছেন তাঁরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, গত সপ্তাহের বন্যার ধবল কাটিয়ে উঠার আগে আবার নতুন করে নদ-নদীতে পানি বাড়ায়। সাঘাটা উপজেলায় বন্যা অতঙ্ক দেখা দিয়েছে ব্রহ্মপুত্র ও যমুনা নদীবেষ্টিত নিম্নাঞ্চল ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে স্রোতের তীব্রতাও। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে বাঙ্গালী ও যমুনা নদীতে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে