প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০ ২১:০৮
জয়পুরহাটে হিজড়া সম্প্রদায়ের মাঝে মাস্ক ও খাবার বিতরণ
জয়পুরহাট ব্যুরো:
![জয়পুরহাটে হিজড়া সম্প্রদায়ের মাঝে মাস্ক ও খাবার বিতরণ](./assets/news_images/2020/07/14/CB20071409.jpg)
জয়পুরহাটে হিজড়া সম্প্রদায়ের মাঝে শুকনা খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মানবিক বাংলাদেশ নামক স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা আদম তমিজি হক এর সার্বিক সহযোগীতায় প্রায় অর্ধ শতাধিক হিজড়াদের মাঝে এসকল শুকনা খাবার ও মাস্ক সমূহ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, মানবিক বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক রাণী চৌধুরী, জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাবু, সাধারন সম্পাদক ইমরান হোসেন রানু, প্রচার সম্পাদক ও তরুন স্বেচ্ছাসেবী রিফাত হোসেন, হিজরা সম্প্রদায় (তৃতীয় লিঙ্গ) এর জেলা সভাপতি ঝুমকা’সহ জেলা ও উপজেলার স্বেচ্ছাসেবকবৃন্দ। এর আগে জেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন