প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০ ১৮:১৭

রাজশাহীতেই চির নিদ্রায় শায়িত হলেন এন্ড্রু কিশোর

আপেল মাহমুদ,রাজশাহী:
রাজশাহীতেই চির নিদ্রায় শায়িত হলেন এন্ড্রু কিশোর

বুধবার (১৫ জুলাই) একটি ছোট্ট ক্রিসমাস ট্রির নিচে চির নিদ্রায় শায়িত হয়েছেন এন্ড্রু কিশোর। সকাল ৯টার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘর থেকে কফিনের করে সিটি চার্চে নিয়ে আসা হয় দেশবরেণ্য এই সংগীত শিল্পীর মরদেহ। এর আগে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় থাকা বড় বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্লেব্যাক সম্রাট এন্ডু কিশোর। এরপর তার মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়। ছেলে-মেয়ের অপেক্ষায় ১৫ জুলাই এন্ডু কিশোরের শেষকৃত্যানুষ্ঠানের দিন নির্ধারণ করে পরিবার।

প্রার্থনা শেষে রাজশাহী সিটি চার্চের বাইরে কিছু সময়ের জন্য রাখা হয়- কিংবদন্তি সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের কফিন। সর্বসাধরণের শ্রদ্ধা জানানোর জন্য সামনেই তৈরি করা হয়েছিল অস্থায়ী মঞ্চ। সেখানে বেলা ১১টার পর্যন্ত রাখা হয়েছিল এন্ড্রু কিশোরের মরদেহবাহী কফিন। এর ওপর সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। রাজশাহী সিটি চার্চে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ সমাহিত করার জন্য পাশেই থাকা সমাধিস্থলে নিয়ে যাওয়া হয়। এখন তাকে সমাহিত করা হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে