প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০ ১৯:৩১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকীতে বগুড়ায় স্মরন সভা ও দোয়া মাহফিল

ষ্টাফ রিপোর্টার
সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকীতে বগুড়ায় স্মরন সভা ও দোয়া মাহফিল

জাতীয় পার্টির  প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, সাবেক বিরোধিদলীয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে বগুড়ায় স্মরন সভা ও দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের কবি নজরুল ইসলাম সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে জেলা জাতীয় কৃষক পার্টি, শ্রমিক পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি ও জাতীয় ছাত্রসমাজ। দোয়া মাহফিলের পূর্বে স্মরন সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক পার্টির আহবায়ক আলহাজ্ব আব্দুল আলীম। জাপার সাবেক কেন্দ্রিয় সদস্য আব্দুস সালাম বাবু’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা জাপানেতা আব্দুল মজিদ সরকার, লুৎফর রহমান সরকার স্বপন, জহুরুল ইসলাম মটু, আজিজ আহমেদ রুবেল, হাবিবুর রহমান হাবিব, এইচএম ইকবাল, সাহিদুল ইসলাম, ইব্রাহিম আলী ধলু, এড. হায়দার মিয়া, ওমর ফারুক, এনামুল হক বাবু বিশ্বাস, আরিফুল ইসলাম শহিদ, তোফাজ্জল হোসেন বাবলু, এমএ মতিন, ফজলুল বারী, আবু সাঈদ, আইয়ুব হোসেন, সফিকুল ইসলাম রতন, টি এইচ প্রতিক, সুলতান আহম্মেদ, শরিফুল ইসলাম বাবু, বেলাল হোসেন, সোহাগ সরকার, আব্দুল মান্নান, জহুরুল ইসলাম, ইমন, তাইজুল ইসলাম, ডালিম হোসেন, রাজু আহম্মেদ প্রমুখ।দোয়া পরিচালনা করেন বগুড়া সদর থানা মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন। এতে সাবেক সফল রাষ্ট্রপতি এরশাদ, সদ্য প্রয়াত সাবেক এমপি এড. শাজাহান আলী তালুকদার, কৃষক পার্টির নেতা মেছের আলী মন্ডলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

স্মরন সভায় বক্তারা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন একজন সফল মানুষ। তিনি উপজেলা পরিষদ সৃষ্টি করে শহরের সেবা তৃণমূল মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিয়েছেন। বিচার ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করে উপজেলা পর্যায়ে মুন্সেফ কোর্ট এবং বড় বড় শহরে হাইকোর্টের বেঞ্চ গঠন করেছিলেন। ওষুধ নীতি করে বাংলাদেশের ওষুধ শিল্পের বিকাশে অবদান রেখেছেন। স্বাস্থ্য ও শিক্ষা নীতি করে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছিলেন। ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে ৫টি করে আসনে নির্বাচিত হয়ে অনন্য রেকর্ড করেছেন পল্লীবন্ধু এরশাদ। যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, শিক্ষা ব্যবস্থা, কৃষির উন্নয়ন, দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা সহ গনতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করতে পল্লীবন্ধু এরশাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরন করবে। 

 

উপরে