প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০ ১৯:২৩

জয়পুরহাটে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ প্রতারক চক্রের ৬ সদস্য আটক

শাহাদাৎ হোসেন জয়পুরহাট:
জয়পুরহাটে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ প্রতারক চক্রের ৬ সদস্য আটক

জয়পুরহাটে দুটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব। শুক্রবার মধ্যরাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর একটি দল ও র‌্যাব সদস্যরা জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার জাহের আলী (৪৬), আসাদুজ্জামান (৩২), মাসুম মিয়া (২৫)। লালমনিরহাট জেলার মাহমুদুল হোসেন (৫৭), জয়পুরহাট জেলার নুরুল ইসলাম (৬০) ও মোতালেব হোসেন বাবু (৬২)। এসময় ১৮৩৯ খ্রিস্টাব্দের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন (তাম্রমুদ্রা), যাহার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা ও  একটি নকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন (দেখতে হুবহু আসল তাম্রমুদ্রার মতো) উদ্ধার করা হয়। জয়পুরহাট র‌্যাব ৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে মাদক, অস্ত্র ও জঙ্গীবাদ দমনের পাশাপাশি সকল প্রকার সামাজিক অপরাধ দমনে র‌্যাব সদা প্রস্তুত।

র‌্যাব-৫ এর আওতাধীন এলাকা প্রত্নতাত্ত্নিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ হওয়ায় এসব প্রত্নতাত্ত্নিক নিদর্শন সমূহের নিরাপত্তা ও অবৈধ লেনদেন বন্ধ করনার্থে র‌্যাব সদস্যরা সদা তৎপর। তারই ধারাবাহিকতায় শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) জয়পুরহাট ও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এর একজন প্রতিনিধিসহ অভিযান পরচালনা করে দুটি প্রত্নতাত্ত্নিক নিদর্শনসহ উপরোক্ত আসামীদের আটক করা হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে