প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০ ০৫:২৭

জলঢাকায় পুলিশের অভিযানে চোরাই ট্রাক্টর-ট্রলি উদ্ধার

আল ইকরাম বিপ্লব, জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ
জলঢাকায় পুলিশের অভিযানে চোরাই ট্রাক্টর-ট্রলি উদ্ধার

নীলফামারীর জলঢাকায় চোরাই যাওয়া ট্রাক্টর-ট্রলি উদ্ধার করেছে থানা পুলিশ।  থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুন উপজেলার পূর্ব খুটামারা  এলাকা থেকে জলঢাকার বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্জ্ব মাহমুদার রহমানের ছোটভাই হাফিজুর রহমান এর একটি ঊরপযবৎ মডেলের ট্রাক্টর, মডেল নং-৪৮৫ সিলিন্ডার-৩ হর্সপাওয়ার ( অশ্বশক্তি)-৪৫ ইঞ্জিন নং-৫২৭৭২৭২১১৫৩০ চেসিস নং- ৯২৭৭১১৫২৪৪৮৯ ট্রাক্টরটির মূল্য ১৪০০০০০/- (চৌদ্দ লক্ষ) টাকার গাড়ীটি তাঁর ইঁটভাটা সংলগ্ন কাঁচা রাস্তা থেকে ভোর রাতে চুরি হয়ে যায়। উক্ত ঘটনায় জলঢাকা থানায় একটি মামলা করেন ট্রাক্টরের মালিক হাফিজুর রহমান। মামলা সূত্রে নীলফামারী পুলিশ সুপার, মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম’র অনুমতিক্রমে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান’র প্রত্যক্ষ মনিটরিংয়ে ট্রাক্টরটি উদ্ধার করার জন্য এসআই মোস্তানছির বিল্লাহ্’র নের্তৃত্বে নুরুল হক সরকার, এএসআই/ মুকুল চন্দ্র বর্মন, মিনহাজুল সহ থানার একটি চৌকস টিম গঠন করে।

উক্ত টিম রংপুর ও লালমনিরহাট এর বিভিন্ন জায়গায় লাগাতার অভিযান চালিয়ে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার দলাগ্রাম গ্রামের নিবোশ চন্দ্র রায়ের ছেলে  শ্রী কাজল চন্দ্র রায়ের বাড়ীর উত্তরে কাঁচা রাস্তার পাশ থেকে গত ০৬ জুলাই ট্রাক্টরটির পিছনের মালবাহি বডিটি উদ্ধার করা হয়। পরবর্তীতে গোপন সূত্রের ভিত্তিতে উক্ত টিমের টানা রুদ্ধশ্বাস অভিযানে গত ১৪ জুলাই ট্রাক্টর (ইঞ্জিন) টি লালমনিরহাট জেলার আদিতমারী থানার বড়াবাড়ী মৌজাস্থ আদিতমারী মমিনের গ্যারেজ সংলগ্ন বায়তুন্নুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার পার্শ্বে থেকে উদ্ধার করা হয়। উক্ত মামলায় ইতিমধ্যে ০৩ (তিন) জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়। বিজ্ঞ আদালত কর্তৃক ০১ জন আসামীর ফৌ.কা.বি ১৬৪ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। উক্ত ঘটনায় জড়িত অন্যান্য চোর চক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

 

উপরে