প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০ ২১:৫৯

বগুড়ায় মুজিববর্ষে আনসার ভিডিপি কার্যালয়ে বৃক্ষ রোপন ও চারা বিতরণ

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় মুজিববর্ষে আনসার ভিডিপি 
কার্যালয়ে বৃক্ষ রোপন ও চারা বিতরণ

‘মুজিব বর্ষের উদ্দিপন, আনসার-ভিডিপি আছে সারাক্ষণ’ এই স্লেগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবছরও বাংলাদেশ আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন অভিযান শুরু করেছে। মুজিব বর্ষ উপলক্ষে বগুড়ায় লক্ষাধিক গাছের চারা বিতরণ ও রোপন করা হবে। রবিবার সকাল ১০ টায় বগুড়া জেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এ কর্মসুচির উদ্বোধন হয়েছে। কর্মসূচীর উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মুহাম্মাদ মেহেদী হাসান পিএএম। তিনি একটি ফলজ ও একটি ভেষজ গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আনসার ভিডিপি দলনেতা-দলনেত্রী, বিভিন্ন স্তরের কমান্ডার ও স্বেচ্ছাসেবী সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচী উপলক্ষে জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ মেহেদী হাসান পিএএম এর নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বগুড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সার্কেল অ্যাডজুটেন্ট জাহিদ হোসেন এবং বিভিন্ন উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দলনেতা-দলনেত্রী ও কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে