প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০ ২২:০২
বগুড়ায় আরো ৬৯ জন করোনায় আক্রান্ত
ষ্টাফ রিপোর্টার
![বগুড়ায় আরো ৬৯ জন
করোনায় আক্রান্ত](./assets/news_images/2020/07/19/CB-Braking1.jpg)
বগুড়ায় নতুন করে ৬৯ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। রবিবার সকালে বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফারজানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে বগুড়ার আক্রান্ত সংখ্যা বেড়ে ৪ হাজার ১২০ জন এ দাঁড়ালে।
তিনি জানান, জেলার বগুড়া সদর উপজেলায় ৪৩, শিবগঞ্জ ৬, দুপচাঁচিয়া ৭, শেরপুর ৩, কাহালু ২, নন্দীগ্রাম ২ ও শাহাজাহানপুর ১জন। এদের মধ্যে শজিমেকের ২৮২পরীক্ষার ফলাফলে ৪৪ জন পজিটিভ, টিএমএসএস এর ৫৩ পরীক্ষার ফলাফলে ২৫ জন পজিটিভ। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৪ হাজার ১২০। মোট সুস্থ ২ হাজার ১০৬ (নতুন ৪১)। নতুন করে একজনের মৃত্যু নিয়ে সংখ্যা দাঁড়ালো ৭৯ জনে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন