প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০ ২২:০৪

বগুড়ায় করোনা ভাইরাসে সার ব্যবসায়ির মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনা ভাইরাসে 
সার ব্যবসায়ির মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে রবিবার দুপুরে নুরুল ইসলাম (৬৭)  নামে একজন মারা গেছে। টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি গাইবান্ধার গোডাউন সরকারপাড়ার বাসিন্দা। তিনি প্রাক্তন সার ব্যবসায়ী ছিলেন।

বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ এ নমুনা পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হন। শারিরীক অবস্থার অবনতি হলে টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে শনিবার রাত ১টার সময় তাকে ভর্তি করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশন, বগুড়া শাখার স্বেচ্ছাসেবীদের ১টি টিম বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের স্বাস্থ্যবিধি নির্দেশনা মোতাবেক মৃতদেহকে দাফনের উপযোগী করে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে কোয়ান্টাম ফাউন্ডেশন, বগুড়া শাখা নিশ্চিত করেছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে