প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০ ২২:২৬

কাউনিয়ায় প্রবল বৃষ্টি ও উজানের পানিতে আবারও বন্যা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়ায় প্রবল বৃষ্টি ও উজানের পানিতে আবারও বন্যা

উজান থেকে নেমে আসা পানি ও গত শনিবার রাত থেকে টানা প্রবল বৃষ্টিতে কাউনিয়ায় আবারও বন্যা দেখা দিয়েছে। পানি বৃদ্ধির কারনে শতশত পরিবার পনি বন্দি হয়ে পড়েছে। তিস্তা নদীর পনি বৃদ্ধি পয়ে নদী তীরবর্তী গ্রাম গুলোতে বন্যা দেখা দিয়েছে। উপজেলার ঢুসমারা,বিশ্বনাথসহ বেশ কয়েকটি গ্রামসহ হাজার হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। পশু পাখি নিয়ে চরম বিপদে আছে বন্যা দুর্গত মানুষ। এছারাও বৃষ্টির পানি নিস্কাশনের সুব্যবস্থা না থাকায় উচু এলাকার বিশেষ করে শহর এলাকার শতশত পরিবার জলাবদ্ধ হয়ে পড়েছে। ফলে বন্যা এলাকা ও জলাবদ্ধ এলাকার মানুষ দুর্বিসহ জীবন যাপন করছে। 

সরেজমিনে বিভান্ন চরাঞ্চল ঘুরে দেখ গেছে গতকাল শনিবার রাত থেকে পানি বৃদ্ধি পেয়ে রবিবার বিকালে তিস্তা রেল সেতু পয়েন্টে নদীর পানি বিপদ সীমা ছুই ছুই করছে। এতে করে উপজেলার ঢুষমারা, গোপিডাঙ্গা, পাঞ্জরভাঙ্গা, চর গদাই, পূর্ব নিজপাড়া, তালুকশাহাবাজ, হরিচরশর্মা, চর গনাই, গনাই, হয়বতরখাঁ, আজমখাঁ, টাপুর চর, বিশ্বনাথ, প্রাননাথ চর বন্যা কবলিত হয়ে পরেছে। গবাদি পশু পাখির খাদ্য সংকটসহ চরম বিপাকে পড়েছে মানুষ। এছারাও দেখাদিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এলাকার আমন বীজতলা তলিয়ে গেছে। বিভিন্ন এলাকায় পুকুরের মাছ পানির শ্রোতে ভেসে গেছে। উপজেলার বদ্বীপ ঢুষমারা চরের বাসিন্দা তাজুল ইসলাম জানায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকেছে, চরের প্রায় সব বাড়িতে একহাটু থেকে কোমর পর্যন্ত পানি। নদীর পানি কিছুটা কমে আবার ভয়ঙ্কর রুপ ধারন করেছে গত রাত ধেকে।

বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী জানান বানভাসী মানুষের মাঝে ইতোমধ্যে ত্রান বিতরণ করা হয়েছে, বরাদ্দ পেলে আবার বিতরণ করা হবে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব সরকার জানান, বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছি, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন আছে। আমরা সার্বক্ষনিক খোজ খবর রাখছি। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম জানান, বৃষ্টি ও উজানের পানিতে আবারও বেশ কিছু গ্রামে বন্যা ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমরা সার্বক্ষনিব বন্যা পরিস্থিতি পর্যবেক্ষন করছি। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে