প্রকাশিত : ২০ জুলাই, ২০২০ ০৮:১৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেফতার
অনলাইন ডেস্ক
![ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেফতার](./assets/news_images/2020/07/20/CB20072003.jpg)
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।রোববার (১৯ জুলাই) রাতে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। ডিবির উপ-কমিশনার (ডিসি-সিরিয়াস ক্রাইম) মীর মোদাচ্ছের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এটিএন নিউজের এক সহকর্মীর করা মামলায় আমরা একজন আসামিকে গ্রেফতার করেছিলাম। সেই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইমরান হোসেন সুমনের নাম উঠে আসে। সুমনকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন