শিক্ষকদের উৎসর্গ করে এইচবিএফের বৃক্ষরোপণ
![শিক্ষকদের উৎসর্গ করে এইচবিএফের বৃক্ষরোপণ](./assets/news_images/2020/07/22/CB20072208.jpg)
শিক্ষক শুধু সফল নয়, একজন ভালো মানুষ হতে শেখান। মানবিক বিপর্যয় বা বৈশ্বিক, অর্থনৈতিক সংকটে আক্রান্ত হয়েও সামাজিক, অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিনির্মাণে শিক্ষকরা অবিরাম ভূমিকা রেখে চলেছেন তারা। শিক্ষক হচ্ছেন সভ্যতার ধারক-বাহক। শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না, তিনি মানুষ গড়ার কারিগরও। আর এসব কারণে শিক্ষকদের উৎসর্গ করে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প বাংলাদেশ ফাউন্ডেশন (এইচবিএফ)। বগুড়া জেলার ধুনট উপজেলার বাঙ্গালি নদীর তীরে তারা এ বৃক্ষরোপণ করেন।
বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন এইচবিএফের প্রতিষ্ঠাতা আবুল বাশার মিরাজ, সিইও আব্দুল্লাহ আল্ ফাত্তাহ্, প্রজেক্ট ম্যানেজার সাইদুর রনি, মো. শারীফুল ইসলামসহ ধুনট উপজেলার একদল গ্রামবাসী। বৃক্ষরোপণের বিষয়ে জানতে চাইলে এইচবিএফের পরিচালক আবুল বাশার মিরাজ বলেন, ‘বগুড়া জেলার ১২ টি উপজেলা ও ৫ টি নদীর তীরের ধারাবাহিক বৃক্ষরোপণের এ পর্যায়ে আমরা ধুনটস্থ বাঙালী নদীর পাড়ে বৃক্ষরোপণ করি। একইসাথে বর্ষা মৌসুমে সবাই যেন বৃক্ষরোপণ করেন সে বিষয়েও উৎসাহিত করি। শিক্ষিত ও মেধাবী জাতি গঠনের কারিগর হচ্ছেন আমাদের শিক্ষক। তাদের সম্মানিত করতেই আমরা আজকের বৃক্ষরোপণ কর্মসূচীটি আমাদের শিক্ষকদের উৎসর্গ করছি।’
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন