প্রকাশিত : ২২ জুলাই, ২০২০ ২১:০০

বগুড়ায় করোনায় ৪ জনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায় 
৪ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্যবসায়ীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলি জীবাণুমুক্ত করে দাফনের উপযোগী করে স্বজনদের কাছে হস্তান্তর করে কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার স্বেচ্ছাসেবীরা। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৮৪ জন। স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সমন্বয়ক মিজানুর রহমান সেব জানান, বুধবার সকাল ৮টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সাত্তার (৬৫)। তিনি গত ১৫ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত ১৪ জুলাই টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে পজিটিভ আসে। তিনি  নওগাঁর রাণীনগরের কাশিমপুর বড়াইনপাড়ার বাসিন্দা।

বুধবার সকাল সাড়ে ১১টায়  টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে মো: আলী জিন্নাহ (৬০) মারা যান। তিনি বগুড়া জেলা শেরপুর পৌরসভার সাবেক কমিশনার ও বর্তমান প্যানেল মেয়র নাজমুল আলম খোকনের বড় ভাই। তিনি শেরপুরের প্রফেসর পাড়ায় বসবাস করতেন। গত ৫ জুলাই করোনার উপসর্গ দেখা দিলে টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং ৮ জুলাই টিএমএসএস মেডিকেল কলেজ এ নমুনা পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ শনাক্ত হন।  

বগুড়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মঙ্গলবার রাত ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে মনসুর রহমান (৫৫) নামের এক জন মারা যান। তিনি নওগাঁর রানীনগর উপজেলার চাঁপাপুর ধুপকুন্দি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। করোনা উপসর্গ দেখা দিলে তাকে ৩০ জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৪দিন পরে নমুনা পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ শনাক্ত হন।

এই হাসপাতালে একই দিনে রাত ১২টায় মারা যান নাইমা আফরোজ (৬৫) নামের একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি গত ৮ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত ১১ জুলাই তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে পজিটিভ আসে। তিনি বগুড়ার কাহালু সদরের বাসিন্দা।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে