প্রকাশিত : ২২ জুলাই, ২০২০ ২১:০৪

বগুড়ায় বন্যার্তদের মাঝে জেলা পুলিশের ত্রান বিতরন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বন্যার্তদের মাঝে 
জেলা পুলিশের ত্রান বিতরন

বগুড়ার সারিয়াকান্দির চর এলাকার বানভাসি মানুষের মাঝে বগুড়া জেলা পুলিশের ত্রাণ সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম। বুধবার দুপুরে জেলার সারিয়াকান্দি উপজেলার বন্যা কবলিত এলাকা হাটশেরপুর ও চালুয়াবাড়ী চর এলাকার ৩’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, সারিয়াকান্দি থানার ওসি আল আমিনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।

ত্রাণ বিতরন কালে পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বলেন, যে কোন মুল্যে চর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি বর্তমান পরিস্থিতিতে সাহস ও ধৈর্য্য ধারণের মাধ্যমে মোকাবেলা করার আহবান জানান।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে