প্রকাশিত : ২২ জুলাই, ২০২০ ২১:২১
জয়পুরহাটে যুবদলের থানা ও পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষণা
জয়পুরহাট ব্যুরোঃ
![জয়পুরহাটে যুবদলের থানা ও পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষণা](./assets/news_images/2020/07/22/Joypurhar1.jpg)
জয়পুরহাটে জেলা জাতীয়তাবাদী যুবদলের অধিনস্ত থানা ও পৌর কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২২জুলাই) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে পুলিশি বাধায় পূর্ব ঘোষিত ওই কর্মসূচি করতে না পেরে জেলা বিএনপির ভারপাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডলের রাজনৈতিক কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক রাজশাহী বিভাগীয় টিমের অনুমতিক্রমে জেলা যুবদলের অনুমোদিত থানা ও পৌর কমিটির ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন রাজশাহী বিভাগের যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি ওবাইদুর রহমান সুইট, সাধারণ সম্পাদক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক তৌফিকুল ইসলামসহ অন্যান্যরা।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন