প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০ ১৯:১৩

দুপচাঁচিয়ায় ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষের চারা রোপণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
দুপচাঁচিয়ায় ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষের চারা রোপণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কার্যক্রমের অংশ হিসেবে দুপচাঁচিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ও উপজেলা বনবিভাগের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার প্রদত্ত বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।গত বুধবার বিকেলে দুপচাঁচিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আলী প্রাং এর উদ্যোগে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে এ বৃক্ষের চারা রোপণ করেন মুক্তিযোদ্ধা মোকলেছার রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, তালোড়া পৌর আ’লীগ নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী বিদ্যুৎ, সোহেল মন্ডল দুপচাঁচিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুল আলম টপি, কৃষক লীগের আহবায়ক আবু তাহের রানা, উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক হিমেল মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক মিল্লাত হোসেন, ছাত্রলীগ নেতা সুজন মোস্তাফিজ, নাদিম মাহমুদ, আরেফিন প্রান্ত, হাসিবুল, ইমন, হাকিম প্রমূখ। এ দিন ৬শত টি বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ এবং বিতরণ করা হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে