প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০ ১৯:২৬
সুন্দরগঞ্জে বানভাসিদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ
ক্বারী মোঃ আবু জায়েদ খাঁন, সুন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধিঃ
![সুন্দরগঞ্জে বানভাসিদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ](./assets/news_images/2020/07/23/CB20072308.jpg)
সুন্দরগঞ্জে বানভাসিদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ।সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের যুবলীগের সভাপতি নিজ উদ্দেগে বানভাসিদের মাঝে আজ বৃহস্পতিবার ধুমাইটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (তমিজের মোড়) স্থানে ত্রাণ বিতরণ করেছেন শামীম সরদার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি মিজানুর রহমান লিটু, যুবলীগ নেতা শহিদুল ইসলাম রানা প্রমূখ। এ সময় প্রায় ৫ শত প্যাকেট খিচুরী বিতরণ করা হয়। পরিশেষে ২ টি গাছের চারা বিদ্যালয় মাঠে রোপণ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন