প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০ ১৯:৩৫

বগুড়ায় করোনায় নুতন আক্রান্ত ৫৯ সুস্থ ১৭৯

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায় নুতন 
আক্রান্ত ৫৯ সুস্থ ১৭৯

বগুড়ায় ২৩৯ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। নতুন করে আক্রান্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত এখন ৪ হাজার ৩৭০ জন। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৪৪ জন, নারী ১২ জন এবং বাদবাকি ৩ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের অনলাইন ব্রিফিংয়ে বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, নতুন আক্রান্ত ৫৯ জনের মধ্যে সদর উপজেলার বাসিন্দা ৪৪ জন, শেরপুর ৫জন, কাহালু ৪ জন, শিবগঞ্জ ২ জন, শাজাহানপুর ২জন, আদমদীঘি ও দুপচাঁচিয়া ১জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জানান গত ২৪ ঘণ্টায় ১৭৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ২ হাজার ৫৭৫ জন সুস্থ হয়েছেন। তবে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হওয়ায় মোট মারা গেলেন এ পর্যন্ত ৯০ জন।

বৃহস্পতিবার বগুড়া জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোস্তফিজুর রহমান তুহিন জানান, এ পর্যন্ত মোট ২৫ হাজার ২৯৮ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ফলাফল জানা গেছে ২৩ হাজার ২৩৮ জনের। ফলাফল অপেক্ষায় আছে ২ হাজার ৬০ জনের। উল্লেখ্য, বগুড়ায় মোট ৪ হাজার ৩৭০ আক্রান্তের মধ্যে ২ হাজার ৯৮৯ জন পুরুষ, ১ হাজার ১৬২ জন নারী ও ২১৯ জন শিশু রয়েছেন। আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলায় ৩ হাজার ২৯ জন, শাজাহানপুরে ২৩১ জন, গাবতলীতে ২০২ জন, কাহালুতে ১০১ জন, শেরপুরে ২১৯ জন, সারিয়াকান্দী ৯৫ জন, সোনাতলা ৮৫ জন, শিবগঞ্জে ১১২জন, আদমদিঘি ৬৪ জন, দুপচাচিঁয়া ১০৮ জন, নন্দীগ্রামে ৪৮ জন ও ধুনটে ৮০ জন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে