প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০ ০৪:৪২
ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ, বাড়ছে দূর্ভোগ
আল কারিয়া পাঁচবিবি:
![ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ, বাড়ছে দূর্ভোগ](./assets/news_images/2020/07/25/CB20072504.jpg)
জয়পুরহাটের পাঁচবিবি-শালপাড়া সড়কে বড় ডারা নামক বালু ভর্তি ট্রাকের চাপায় ব্রিজ ধসে দুই পারের যান চলাচল বন্ধ আছে। এতে করছে বাড়ছে দূর্ভোগ। আর কর্তৃপক্ষ বলছে, উপজেলার সকল ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো চিহ্নিত করা হয়েছে। দ্রুত সময়ে কাজ শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার ভোরে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পাঁচবিবি-শালপাড়া সড়কের বড় ডারা নামক এলাকায় ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিলো। স্থানীয় জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের দেখভালের অভাবে নতুন করে নির্মাণ না করায় ব্রিজটির এমন দসা হয়েছে। ব্রিজ ভেঙে যাওয়ার কারনে রাস্তার দুই পাশে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল রাস্তায় দাড়িয়ে থাকতে দেখাগেছে। হঠাৎ করে ব্রিজটি ভেঙে পড়ার কারনে রাস্তা পারাপারের বিকল্প রাস্তা বেছে নিতে হচ্ছে গাড়ির যাত্রী ও চালকদের।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন