বগুড়ায় করোনায় ৩ ও উপসর্গে ৩ জনের মৃত্যু
![বগুড়ায় করোনায় ৩ ও
উপসর্গে ৩ জনের মৃত্যু](./assets/news_images/2020/07/26/CB-Braking.jpg)
বগুড়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে গত ২৪ ঘন্টায় ৩জনের ও করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরো ৩জন নিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহ কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা দাফনের ব্যবস্থা করে। করোনা ভাইরাসে মারা গেছেন আলহাজ্ব আফতাব আলী সরদার (৭০), আলহাজ্ব মোহাম্মদ আলী (৭৫), আব্দুস সামাদ (৭৫)। আর করোনা উপসর্গে নিয়ে মারা গেছেন নুরুল ইসলাম (৭৭), ইয়াসিন আলী (৫৮), আমিনুর রহমান (৭০)।
কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখা থেকে জানানো হয়, শনিবার তারা মোট ৬টি লাশের নামাজে জানাযা শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর এবং দাফনের ব্যবস্থা করে দেন। এরমধ্যে ৩ জন করোনায় এবং ৩ জন করোনা উপসর্গ নিয়ে মারা যায়। কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সমন্বয়ক মিজানুর রহমান জানান, ২৪ জুলাই শুক্রবার আলহাজ্ব আফতাব আলী সরদার (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বাড়ীতে নিয়ে যাওয়ার সময় সন্ধ্যায় তিনি মারা যান। সে বগুড়ার দুপচাঁচিয়ার পশ্চিম আলো হাটিতে বসবাস করতেন।
গত ১৭ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ২২ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিল। শনিবার ভোরে টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে আলহাজ্ব মোহাম্মদ আলী (৭৫) নামে এক ওষুধ ব্যবসায়ী মারা যান। সে নাটোরের সিংড়ার কলমবাজারে বসবাস করতেন। গত ১২ জুলাই করোনার উপসর্গ দেখা দিলে টিএমএসএস মেডিকেলে ভর্তি হন পরের দিন নমুনা পরীক্ষায় পজিটিভ হন।
২৫ জুলাই শনিবার সকাল ১১টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত প্রাইমারী শিক্ষক আব্দুস সামাদ (৭৫)। তিনি গত ২৯ জুন করোনার উপসর্গ নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। গত ২৮ জুন টিএমএসএস মেডিকেল কলেজ এ নমুনা পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হন। তিনি বগুড়ার শাহজাহানপুরের মানিকদীপার বাসিন্দা।
করোনা ভাইরাসের উপসর্গে শনিবার সকাল সাড়ে ৮টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত প্রাইমারী শিক্ষক নুরুল ইসলাম (৭৭)। তিনি শুক্রবার রাতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর শনিবার ভোরে মারা যান। কোভিড-১৯ উপসর্গে শনিবার সকাল ৯ টায় মোহাম্মদ আলী হাসপাতালে ইয়াসিন আলী (৫৮) নামে এবি ব্যাংকের ড্রাইভার মারা গেছেন।
তিনি বগুড়ার রহমাননগর এর বাসিন্দা। গত ২৩ জুলাই তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। একই হাসপাতালে দুপুর ৩টায় মারা যান আমিনুর রহমান (৭০) নামে এক অবসরপ্রাপ্ত গার্মেন্টসকর্মী। তিনি বগুড়ার সুত্রাপুর এর বাসিন্দা। শারিরীক অবস্থার অবনতি হলে শনিবার তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছু পরে সে মারা যায়।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন