প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০ ০২:৩৭

জলঢাকায় ভ্রাম্যমান আদালতে ৫জুয়ারি ও ১মাদক সেবীর ৩ দিনের জেল

আল ইকরাম জলঢাকা প্রতিনিধিঃ
জলঢাকায়  ভ্রাম্যমান আদালতে ৫জুয়ারি ও ১মাদক সেবীর ৩ দিনের জেল

নীলফামারীর জলঢাকায় ৫ জুয়ারি ও ১ মাদক ভক্ষনকারীকে ৩ দিনের বিনাশ্রম জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেলে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকা ও বিন্যাবাড়ী থেকে ওই ৬ জনকে ৩ দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। আটককৃতরা হলেন গোলমুন্ডা বানিয়াপাড়ার, আহের উদ্দিনের ছেলে জামিয়ার রহমান (২৮), মৃত আব্দুল হামিদের ছেলে হাসানুর রহমান (২৫), নাজমুল হকের ছেলে রাহেদুল ইসলাম (২৮), মৃত আফছার আলীর ছেলে আরিফ হোসেন (৩৩), আব্দুল আজিজের ছেলে মাজেদুল ইসলাম (৩২) ও বিন্যাকুড়ী এলাকায় মাদক ভক্ষনকারী মোশারফ হোসেনের ছেলে শরিফ হোসেন (২০)।

থানা সুত্রে জানা যায়, গোলমুন্ডা বানিয়াপাড়া এলাকায় জনৈক হেলাল উদ্দিনের বাড়ীর সামনে বাহির উঠানে তাশ দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার আসর বসিয়েছে। এমন সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জুয়ারি গ্রেফতার ও বিভিদ অভিযান পরিচালনার থানার এসআই/ মোস্তানছির বিল্লাহ এর নেতৃত্বে এএসআই/ফুল মামুদ সহ একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়ে ওই পাঁচ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। একই সাথে বিন্যাকুড়ি এলাকায় মাদক ভক্ষনকারীকেও আটক করা হয়। আজ শনিবার (২৫ জুন)দুপুরে ভ্রামমান আদালতের বিচারক মাহবুব হাসান আটককৃতদেরকে তিন দিনের বিনাশ্রম সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে