বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবকলীগ নেতা নিহত
![বগুড়ায় ছুরিকাঘাতে
স্বেচ্ছাসেবকলীগ নেতা নিহত](./assets/news_images/2020/07/28/CB20072802.jpg)
বগুড়ায় পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতে জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আহত রোকনুজ্জামান রনি (৩৩) মারা গেছেন। রবিবার রাত দুটার সময় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার শাহাদৎ হোসেন সাজুর ছেলে।বগুড়া সরদর থানা সুত্রে জানা যায়, গত ১৮ জুলাই সন্ধায় কয়েকজন যুবক রনির বাড়ির সামনে গিয়ে ফোন করে বাহিরে ডেকে নেয়। বাড়ির বাহিরে বের হওয়া মাত্রই যুবকরা সেখানেই রনিকে এলোপাথারী ছুরিকাঘাত করতে থাকে।
রনির চিৎকারে তার ভাগিনা রিফাতউজ্জামান ছন্দ এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে প্রায় ৯ দিন চিকিৎসাধীন অবস্থায় সে রনি মারা যায়। নিহত রনির বড় বোন শারমিন আকতার রুমা জানান, গত রমজান মাসে তাদের বাড়িতে শহরের বাদুড়তলা থেকে ছেলের দুই বন্ধু বেড়াতে আসে।
পাড়ায় আড্ডা দেয়া নিয়ে মালগ্রামের নোমান ও রাকিবের সাথে তাদের ঝগড়া হয়। এনিয়ে সমঝোতা বৈঠকও হয় এলাকায়। এরপর ১৮ জুলাই রনি ও ছন্দকে বাড়ি থেকে ডেকে বের করে উপুর্যপরী ছুরিকাঘাত করে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, এঘটনায় ১৯ জুলাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে রনির বোন রুমা। মামলার পর অভিযান চালিয়ে রাকিব নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের গ্রেফতার অভিযান চলছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন