প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০ ০২:৪৮
ঈদুল আযহা উপলক্ষে দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে ভিজিএফএর চাল বিতরণ
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে ভিজিএফএর চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে পৌরসভার হলরুমে ১,২ ও ৩নং ওয়ার্ডের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক, আব্দুস সালাম আলম, ইউনুছ আলী মহলদার মানিক, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল সহ পৌর কাউন্সিলরগণ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ। চাল বিতরণী অনুষ্ঠানে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকৌশলী রবিউল আলম। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪হাজার ৬শত ২১জন গরীব ও অসহায় মানুষের মাঝে ১০কেজি করে মোট ৪৬.২১ মে.টন চাল পর্যায়ক্রমে ২৯জুলাই পর্যন্ত বিতরণ করা হবে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন