বগুড়ায় করোনায় পাউবোর সাবেক মহাপরিচালকের মৃত্যু
![বগুড়ায় করোনায় পাউবোর
সাবেক মহাপরিচালকের মৃত্যু](./assets/news_images/2020/07/28/CB-Braking3.jpg)
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ (৬৮) মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টায় বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে তিনি মারা যান। খবর পেয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার স্বেচ্ছাসেবীদের একটি দল স্বাস্থ্য অধিদপ্তর ও আইডিসিআর এর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে হাসপাতাল চত্বরে জানাজা শেষে তাঁর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।
পরিবারের সদস্যরা জানান, ঢাকায় সপরিবারে বাস করেন। ৭ জুলাই তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে ঈদুল আজহা উদ্যাপন করতে নওগাঁয় শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় এসেছিলেন।টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, কোভিডের উপসর্গ দেখা দিলে ১২ জুলাই আবুল কালাম আজাদ নওগাঁতেই নমুনা দেন। ২০ জুলাই প্রতিবেদনে পজিটিভ আসে। করোনাভাইরাস শনাক্তের পর ওই দিন রাতেই তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল¬াহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। সকাল আটটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন