প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০ ২১:৩৭

বগুড়া সারিয়াকান্দিতে বানভাসি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার
বগুড়া সারিয়াকান্দিতে বানভাসি 
পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বগুড়া সারিয়াকান্দি উপজেলার মূলবাড়ি ও শোনপঁচা চরসহ আশেপাশের বন্যাদুর্গত এলাকার শতাধিক বানভাসি পরিবারের মাঝে মঙ্গলবার সকালে নিজস্ব উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ।

করোনা দুর্যোগের মাঝেই বন্যার্তদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ী রাজ পরিমল প্রতিটি পরিবারের জন্যে প্রদান করেছেন পুরো ১ সপ্তাহের খাদ্যসামগ্রী যার মাঝে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু এবং লবণ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক সুজিত তালুকদার, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায়, জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, ব্যবসায়ী রাজু আহম্মেদ, সাখাওয়াত হোসেন জনি, সজল শেখসহ ভিবিডি রাজশাহী বিভাগের সভাপতি মিজানুর রহমান প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে