বগুড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, মাইক্রোবাস উদ্ধার
![বগুড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, মাইক্রোবাস উদ্ধার](./assets/news_images/2020/07/31/31.jpg)
বগুড়ায় পৃথক অভিযানে সাড়ে ৮ হাজার পিচ ইয়াবা, ১’শ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় একটি হাইয়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি টিম বেলা ১১টায় বগুড়া সদর থানাধীন নিশিন্দারা মধ্যপাড়ার আব্দুল মান্নানের বাড়ির ভাড়াটিয়া মোঃ রাসেল সরকার(২৬)কে গ্রেফতার করে। তার ভাড়া বাসার শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রোবের ভিতর বিশেষ কায়দায় তৈরিকৃত বক্সের ভেতর বিশেষভাবে সংরক্ষণ করা ২৭টি নীল রংয়ের পলিপ্যাকে সর্বমোট ৮হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, ডিবি বগুড়ার অপর একটি টিম বুধবার রাত ৯টায় বগুড়ার চারমাথা এলাকা হতে ঢাকাগামী একটি হাইস মাইক্রোবাস, (রেজি নং-ঢাকা মেট্টো চ-১৩-৭৯১৬) এর ভিতর থেকে ১০০’শ বোতল ফেন্সিডিলসহ মোঃ জাহাঙ্গীর হোসেন(৩৭) ও মোঃ মাহাবুব আলম ওরফে কলম(৪৫)কে এবং রাত সাড়ে ১০টায় সেউজগাড়ি আমতলা হতে ৫’শ পিচ ইয়াবাসহ মোছাঃ নাসিমা ওরফে কাজলী বেগম(৩৪) ও মোছাঃ জলি বেগম(৩৮)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার জানান মাদক পুরোপুরি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন