প্রকাশিত : ১ আগস্ট, ২০২০ ২০:১৯

আত্রাইয়ে বন্যার্ত অসহায় মানুষদের মধ্যে বিডিএফ এর গরুর মাংস বিতরণ।

আত্রাই প্রতিনিধিঃ
আত্রাইয়ে বন্যার্ত অসহায় মানুষদের মধ্যে বিডিএফ এর গরুর মাংস বিতরণ।

আজ ঈদুল আযহা উপলক্ষে নওগাঁ জেলার আত্রাইয়ে বানভাসি অসহায় মানুষদের মধ্যে, বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) এর উদ্দ্যোগে অত্র উপজেলার জিয়ানিপাড়া নামক গ্রামের বন্যার্ত প্রায় ৬১ টি পরিবারের মাঝে গরুর মাংস বিতরন করা হয়েছে। সেখানে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন এর একঝাঁক তরুন ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের সার্বিক তত্বাবধানে গোটা গরু জবাই করে অসহায় পরিবারের মাঝে বিলিয়ে দেওয়া হয়।

সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী এ. বি. সিদ্দিকী, খুলনা মেডিকেল কলেজের হাবিবুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজের রিফাত রাতুল,শাহ মকদুম মেডিকেল কলেজের আবু হাসান সহ আরও অনেকে।উক্ত মাংস বিতরন অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) এর সম্মানিত চেয়ারম্যান ও নওগাঁ জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোঃ শাহেদ রাফি পাভেল ও (বিডিএফ) এর সম্মানিত ভাইস চেয়ারম্যান ফারহানা ফারুক তন্দ্রা । 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে