প্রকাশিত : ৪ আগস্ট, ২০২০ ২১:৫২

ধামইরহাটে মাদকসক পুলিশের হাতে আটক ফেন্সি কুইন চম্পা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
ধামইরহাটে মাদকসক পুলিশের হাতে আটক ফেন্সি কুইন চম্পা

নওগাঁর ধামইরহাটে মাদক নারী ব্যবসায়ী ফেন্সি কুইন শাহানাজ পারভীন চম্পা (৩৮) মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছে। ধামইরহাট থানার ওসি আবদুল মমিনের নেতৃত্বে এস. আই মহসীন আলী, এ.এস.আই শহীদুল্লাহ কায়ছারসহ সঙ্গীয় ৩ আগস্ট দিনব্যাপী অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ উপজেলার চকতিলন গ্রামের রকিবুল ইসলাম ওরফে অকিমুদ্দিনের স্ত্রী শাহানাজ পারভীন চম্পাকে আটক করে থানা পুলিশ। স্বামী প্রতিবন্ধী হওয়ায় স্ত্রী অবাধ মাদক ব্যবসা তেমন বাধা দিতে পারেন না প্রতিবন্ধী স্বামী। আটককৃতকে মাদক আইনে ধামইরহাট থানা পুলিশ কোর্ট হাজতে প্রেরণ করেছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে