প্রকাশিত : ৪ আগস্ট, ২০২০ ২২:০৩

বগুড়ায় স্বাস্থ্যবিধি মেনে ঈদ উল আযহা উদযাপিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় স্বাস্থ্যবিধি মেনে
ঈদ উল আযহা উদযাপিত

করোনাকালে সরকারী নির্দেশে বগুড়ায় স্বাস্থ্যবিধি মেনে উৎসাহের মধ্যে দিয়ে ঈদ উল আযহা উদযাপিত হয়েছে। বিগত দিনের মত প্রচুর মানুষের সমাগম না হলেও স্থানীয়রাই মসজিদে মসজিদে নামাজ আদায়ের পর নিজেদের পশু কোরবানী প্রদান করে। সরকারী নির্দেশে উম্মুক্ত মাঠের পরিবর্তে মসজিদে মসজিদে ঈদের নামাজের আয়োজন করা হয়। স্বাস্থ্য বিধি মেনে অনেক মসজিদে প্রবেশের আগে মুসল্লীদের শরীরের তাপমাত্রা নির্ণয়, শরীর জীবাণুমুক্তকরনের ব্যবস্থা নেয়া হয় এবং মাস্ক ও জায়নামাজ সহ মসজিদে প্রবেশ করেন মুসল্লীরা। বগুড়ায় ইদ উল আযহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় শনিবার সকাল সাড়ে ৭টায় শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে।

এরপর একই স্থানে দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয়। এ ছাড়া বগুড়া শহরের ঠনঠনিয়া, মালতীনগর, জলেশ^রীতলা, কানুছগাড়ী, খান্দার, কলোনী, জেলা শহরের কেন্দ্রীয় (বড়) জামে মসজিদ, সাতআনি জামে মসজিদসহ সকল মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। করোনাকালের আগে বগুড়ায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হতো শহরের সূত্রাপুরস্থ কেন্দ্রীয় ইদগাহে। নামাজ শেষে বিভিন্ন এলাকায় পশু কোরবানী দিতে দেখা যায়। কোরবানী দেয়া হলেও কোরবানীর পশুর চামড়ার তেমন কোন দাম ছিল না।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে