প্রকাশিত : ৪ আগস্ট, ২০২০ ২৩:২৩

ধুনটে পুলিশ নারী কল্যাণ সমিতির ত্রাণ সামগ্রী পেল বন্যার্ত ২০০ পরিবার

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনটে পুলিশ নারী কল্যাণ সমিতির ত্রাণ
সামগ্রী পেল বন্যার্ত ২০০ পরিবার

বগুড়া জেলা পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির উদ্যোগে ধুনট উপজেলার বন্যা কবলিত ২০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, মিষ্টি কুমড়া, সয়াবিন তেল ও লবনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ভান্ডারবাড়ী ইউনিয়নের শহড়াবাড়ী বন্যা নিয়ন্ত্রন বাঁধে প্রধান অতিথি হিসেবে এসব ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।

বগুড়া জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী রুমানা আশরাফের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভাপতি নাজিফা চৌধুরী, সাধারণ সম্পাদক মঞ্জুরী ইসলাম, কোষাধ্যক্ষ রওশন আরা, ধুনট থানার এসআই প্রদীপ কুমার, এসআই নূরুজ্জামান প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে