প্রকাশিত : ৬ আগস্ট, ২০২০ ১৮:৩৬

বগুড়ায় সার কালোবাজারে বিক্রীর অভিযোগে দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় সার কালোবাজারে বিক্রীর অভিযোগে 
দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়ায় সরকারী বাফার গুদামের ইউরিয়া সার কালোবাজারে বিক্রীর অভিযোগে দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর বৃহস্প্রতিবার মামলাটি আদালতে দাখিল করা হয়। মামলার আসামীরা হলো বগুড়া শহরের পুরান বগুড়ার সাবেক গুদাম ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন এবং কারিগড়ি অফিসার নাজমুল ইসলাম। 

দুদক বগুড়ার সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম জানান, দুর্নীতি দমন কমিশন ঢাকা অফিস থেকে বিসিআইসির বাফার গুদামের সার কালোবাজারে বিক্রী এবং টাকা আত্মসাত বিষয়ে তদন্তভার দেয়া হয়। তদন্তকালে ওই দুই কর্মকর্তাকে যমুনা ফার্টিলাইজার কারখানায় বদলী করা হয়। গত ডিসেম্বর থেকে তদন্ত শুরু করার পর দেখা যায় যে জুন ২০১৮ থেকে জুন ২০১৯ পর্যন্ত মোঃ আনোয়ার হোসেন এবং নাজমুল ইসলাম ৩৩ লাখ ৪৬ হাজার টাকার ২৩৯ মেঃ টন ইউরিয়া সার কালোবাজারে বিক্রী করে নিজেরা আত্মসাত করেছে।ওই ঘটনায় দুদক বগুড়ার উপপরিচালক আবু বক্কর সিদ্দীকী বাদী হয়ে দুদক বগুড়া অফিসে গত বুধবার মামলা দায়ের করেন। বৃহস্প্রতিবার মামলাটি আদালতে দাখিল করা হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে