নিয়ামতপুর ইউএনও এর ব্যতিক্রমী উদ্যোগ, ৭ কৃতি সন্তানকে আন্তরিক অভিনন্দন
নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন। উপজেলার ৭ কৃতি সন্তান ৩৮ তম বিসিএস এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে । অনিরুদ্ধ, শিমুল, তমাল, কবীর, শাহজামাল, মাহাবুব এবং কায়সার নিয়ামতপুর উপজেলার ৭ গর্বিত সন্তান। গত বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ৭ কৃতি সন্তানকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার উদ্যোগে এবং সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন এবং নিয়ামতপুর কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান শাজু।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, এরা আমাদের তথা গোটা উপজেলার গর্ব। তাদের দেখে নবীনরা অনুপ্রাণিত হবেন এবং পরবর্তীতে নিয়ামতপুর উপজেলা থেকে আরো অধিক সংখ্যক বিসিএস ক্যাডার কর্মকর্তাকে আমরা অভিনন্দন জানানোর সুযোগ পাব এমনটাই প্রত্যাশা। দোয়া রইল তারা নিজ নিজ কর্মক্ষেত্রে নিজ কর্মগুণে সমাদৃত হবেন এবং নিয়ামতপুর উপজেলার ভাবমূর্তি উজ্জ্বল করবেন।
ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা বলেন, শোকের মাস এবং করোনা পরিস্থিতির কারণে অনাড়ম্বর পরিবেশে সংক্ষিপ্ত আকারে এই প্রথমবারের মত এই রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭ জনের মধ্যে একজন (ডাঃ কায়সার) ঢাকায় কর্মরত থাকায় উপস্থিত হতে পারেননি। ৬ জন উপস্থিত ছিলেন এবং দুইজনের সাথে তাদের গর্বিত বাবাও এসে ছিলেন। সন্তানের সাফল্যে সবচেয়ে বেশি আনন্দ এবং গর্ব অনুভব করেন তার বাবা মা। এ অনুভূতি অতুলনীয়। আজকের আয়োজনে সন্তানদের সাথে তাদের সকলের বাবা মাকে উপস্থিত রাখতে পারলে আরো ভাল লাগতো।
যাদের অভিনন্দন জানানো হয়েছে তারা হলেন মোঃ ইমরান হোসেন শিমুল গ্রামঃ শ্রীমন্তপুর (মধ্যপাড়া), ক্যাডারঃ বিসিএস গণপূর্ত ক্যাডার (চডউ), তমাল কুমার মাহাতা, আঘোর বাহাদুরপুর, ক্যাডারঃ বিসিএস গণপূর্ত ক্যাডার (চডউ), আজহারুল কবীর, অমরসিংহপুর বাহাদুরপুর, ক্যাডারঃ সাধারণ শিক্ষা (ইংরেজি) অনিরুদ্ধ সরকার, ভালাইনঘাটি বাহাদুরপুর, ক্যাডারঃ সাধারণ শিক্ষা (তথ্য ও প্রযুক্তি). ডাঃ মাহাবুব হাসান, মুন্দিখৈর রসুলপুর, ক্যাডারঃ বিসিএস (স্বাস্থ্য), শাহজামাল, হাজীপাড়া রসুলপুর, ক্যাডারঃ সাধারণ শিক্ষা (তথ্য ও প্রযুক্তি), ডাঃ মুজতাহিদ হাসান কায়সার, নিয়ামতপুর সদর, ক্যাডারঃ বিসিএস (স্বাস্থ্য)।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন