প্রকাশিত : ৭ আগস্ট, ২০২০ ১১:৪৯

আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি

অনলাইন ডেস্ক
আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি

বগুড়ার আপডেট- ০৬-০৮-২০২০ এ ২০০ নমুনার ফলাফলে ৪৫ জন শনাক্ত।।

★ বগুড়ায় নতুন করে ৪৫জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ- ২৬জন, নারী- ১৭জন, শিশু- ২জন।

★ উপজেলাভিত্তিক- সদরে ২৯জন, শাজাহানপুরে ৬জন, ধুনটে ৪জন, শেরপুরে ২জন, শিবগঞ্জ, দুপচাঁচিয়া, কাহালু ও গাবতলীতে একজন করে।

★ বয়সভিত্তিক বিশ্লেষণে - শিশু ২জন, ১৮-৪০ বছরের মধ্যে ১৬জন, ৪১-৫০ বছরের মধ্যে ১৬জন, ৫১-৭০ বছরের মধ্যে ৯জন এবং ৭০ বছরের উপরে ২জন।

★ এদের মধ্যে শজিমেকের ১৮৮নমুনা পরীক্ষার ফলাফলে ৩৭জন পজিটিভ এবং টিএমএসএস এ ১২ নমুনা পরীক্ষার ফলাফলে ৮জন পজিটিভ।

★ নমুনা সংগ্রহ- ২৮৯

★ এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৫০৯৪
মোট সুস্থ- ৩৮৩৩(নতুন ৬১)
মোট মৃত্যু- ১১৪(নতুন ২)
এখন করোনা রোগী আছে- ১১৪৭
সূত্র- ডা. ফারজানুল ইসলাম, সিভিল সার্জন অফিস, বগুড়া।

উপরে