প্রকাশিত : ৭ আগস্ট, ২০২০ ১৯:৪১

বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ৪৫

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায়
নতুন আক্রান্ত ৪৫

বগুড়ায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবীরসহ আরও ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৪৫ জনের মধ্যে পুরুষ ২৬ জন, ১৭ জন নারী এবং বাকি ২জন শিশু। এনিয়ে জেলায় বর্তমানে ৫ হাজার ৯৪ জন করোনায় আক্রান্ত হলেন।শুক্রবার বেলা ১১টায় জেলা স্বাস্থ্য দপ্তরের অনলাইন ব্রিফিংয়ে বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এসব তথ্য জানান। নতুন করে ৬১ জন সুস্থ হওয়ায় সুস্থতার সংখ্যা বেড়ে ৩ হাজার ৮৩৩ জনে দাঁড়িয়েছে। তবে ৬ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় করোনায় আরও দুইজন মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ১১৪ জনে দাঁড়িয়েছে।  

ব্রিফিংয়ে জানানো হয়, ৬ আগস্ট বগুড়া ২০০ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জন করোনা পজিটিভ হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২৯ জন, শাজাহানপুরে ৬জন, ধুনটে ৪ জন, শেরপুরে ২জন, শিবগঞ্জ, দুপচাঁচিয়া, কাহালু ও গাবতলীতে একজন করে।ডা. ফারজানুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর কয়েক দিন ধরেই অসুস্থতা বোধ করলে তিনি ৪ আগস্ট বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করাতে দেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে তাঁর। তিনি বর্তমানে শিবগঞ্জ সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টিনে আছেন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে