আক্কেলপুরে মাটির দ্বিতল বাড়ি বিধ্বস্ত, খোলা আকাশের নিচে দশটি পরিবার
জয়পুরহাটের আক্কেলপুরে গত কয়েক দিনের ভারিবর্ষণে পৌর এলাকায় কয়েকটি মাটির দ্বিতল ও সাধারণ বাড়ি দফায় দফায় ভেঙ্গে পড়েছে। গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন প্রায় ১০টি পরিবার। এলাকাজুড়ে মাটির বাড়ি ধ্বসে পড়ার আতংক ছড়িয়ে পড়েছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, পৌর এলাকার মকিমপুর মৌজার (সোনামুখী) মোকলেছার রহমানের মাটির দ্বিতল বাড়ি ৬টি বসত ঘরসহ আকস্মিকভাবে ধ্বসে পড়ে।
এ ঘটনায় তার ৪ ছেলে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছে। অপর দিকে, একই এলাকায় উজ্জল হোসেন, আব্দুল মজিদ, বাবলু, আমেনা বিবি ও আবু সাদেকের মাটির বাড়ি বিকট শব্দে ধ্বসে পড়েছে। বাড়ির মালিকরা জানান, এবার অতিবর্ষণের কারণে মাটিতে অতিরিক্ত পানি থাকায় মাটি কাদাযুক্ত হয়ে এমন ঘটনা ঘটেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান বলেন, বাড়ি ধ্বসে পড়ার বিষয়টি আমি অবগত ছিলাম না। এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনসহ সম্ভাব্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন